টেকনাফে ৩ লাখ ৭৮ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপেন্ডেন্ট, বার্তা২৪.কম, টেকনাফ (কক্সবাজার) | 2023-09-01 18:57:17

কক্সবাজারের টেকনাফে ৩ লাখ ৭৮ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লে. কর্নেল ফয়সল হাসান খান এ তথ্য জানান।

তিনি বলেন, হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশের সংবাদে সকালে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে মিয়ানমারের জলসীমানায় লালদ্বীপ থেকে কয়েকজন পাচারকারি সাঁতরে জাদিমোড়া এলাকার নাফ নদের কিনারে পৌঁছান।

এ সময় বিজিবির সদস্যরা তাদের থামানোর সংকেত দিলে তারা না থেমে চারটি বস্তা ফেলে কেওড়া বাগানের দিকে ঢুকে পড়েন। পরে জব্দ বস্তা থেকে ৩ লাখ ৭৮ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ১১ কোটি ৩৬ লাখ সাড়ে ৭৪ হাজার টাকা।

বিজিবির এ কর্মকর্তা আরও জানান, উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।

এ সম্পর্কিত আরও খবর