হৃদয়ের ফলাফল চোখ ভেজালো সবার

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-23 15:05:35

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোশারেফ হোসেন হৃদয় (১১)। সামান্য দুর্ঘটনায় গত ২২ ডিসেম্বর সে মারা যায়। এবারের পিইসি সমাপনী পরীক্ষায় সে জিপিএ-৪.৭৫ পেয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে হৃদয় জিপিএ-৪.৭৫ পাওয়ায় তার মা-বাবা, শিক্ষক ও সহপাঠীরা হাউমাউ করে কান্না শুরু করে দেন।

এসময় একে অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। হৃদয়ের বাড়ির আশপাশের মানুষও দুঃখ প্রকাশ করেছেন।

স্থানীয় লোকজন জানান, গত ২২ ডিসেম্বর হৃদয় বাড়ির সামনে খেলছিলো। একপর্যায়ে গাছের পাতা ছিঁড়তে গিয়ে কাঠের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়।

মোশারেফ হোসেন হৃদয় পূর্ব মার্টিন শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

হৃদয়ের বাবা দেলোয়ার হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে হৃদয় প্রথম ছিল। সামান্য দুর্ঘটনায় আমার ছেলেটি মারা গেল। তার সমাপনী পরীক্ষার ফলাফলটিও দেখে যেতে পারলো না।

পূর্ব মার্টিন শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, হৃদয় খুবই মেধাবী ও শান্ত ছিলো। আমার প্রতিষ্ঠানের ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এরমধ্যে হৃদয় সবচেয়ে ভালো ফলাফল করেছে। তার মৃত্যু মেনে নিতে পারছি না।

এ সম্পর্কিত আরও খবর