নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) সকালে শিমরাইল ডাচ-বাংলা ব্যাকের সামনে এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক সিরাজ (৩২) ঝিনাইদহ জেলার কৈখালিপাড়া এলাকার মনু মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে চালক ট্রাকটি নিয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ডাচ-বাংলা ব্যাংকের সামনে এলে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা করে। এ সময় দুর্বৃত্তরা জোরপূর্বক ট্রাকচালক সিরাজের কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা সিরাজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আশেপাশের লোকজন সিরাজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ট্রাক চালক সিরাজ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। তারপরও আমরা ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছি। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।