কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট অংশে গাড়ির ধাক্কায় আহত হয়ে সড়কে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন অজ্ঞাত এক বৃদ্ধা। এ সময় ডুলাহাজারা যাওয়ার পথে গাড়ি থেকে নেমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে চকরিয়ার মালুমঘাটের দরগাহ গেইট এলাকা থেকে ওই বৃদ্ধা নারীকে উদ্ধার করা হয়।
মালুমঘাট এলাকার হাফেজ উল্লাহ জানান, বৃদ্ধা নারী কাঠ কুড়িয়ে সড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে কাতরাচ্ছিলেন তিনি। তখন চকরিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ কাজের জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ কে এম সফিকুল ইসলাম চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।