রাজবাড়ীতে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ

রাজবাড়ী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-12 09:38:43

রাজবাড়ীতে গত এক সপ্তাহের ব্যবধানে ফের পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বালিয়াকান্দি বাজারের বিভিন্ন আড়ত ঘুরে পেঁয়াজের দাম বৃদ্ধির সত্যতা পাওয়া গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, কৃষকের কাছ থেকে সরাসরি পেঁয়াজ কিনছে ব্যবসায়ীরা। প্রতি মণ পেঁয়াজ ৫ হাজার ৬০০ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। হঠাৎ করে পেঁয়াজের দাম দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় বেশ খুশি কৃষকরা।

তবে এতে চরম ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। তারা বলছে- বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় অস্থিতিশীল হয়েছে পেঁয়াজের বাজার।

নাম প্রকাশ না করার শর্তে বালিয়াকান্দি বাজারের বেশ কয়েকজন পেঁয়াজের আড়তদার বলেন, ‘পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।’

খুচরা পেঁয়াজ ক্রেতা রঘুনন্দন শিকদার বার্তা২৪.কমকে বলেন, ‘১৫০ টাকা দিয়ে এক কেজি পেঁয়াজ কিনেছি। গত সপ্তাহে ৭৫ টাকা দিয়ে কিনেছিলাম। বাজার সঠিক মনিটরিং না করার কারণেই পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর