আশুলিয়ায় চাঁদা দাবির অভিযোগে আটক ২

ঢাকা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (আশুলিয়া) | 2023-08-30 01:09:06

সাভারের আশুলিয়ায় শতাব্দী পরিবহন কর্তৃপক্ষের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

 বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে আশুলিয়া থানা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 আটকরা হলেন- আশুলিয়ার ডেন্ডাবর এলাকার আব্দুল মালেকের ছেলে মন্টু (৩০), অপরজন আশুলিয়ার গাজিরচটের নালিজা মোড় এলাকার সাইফুল ইসলাম (৩৩)।

এর আগে দুপুরে শতাব্দী পরিবহনে চাঁদা দাবি করায় আটক দুইজনসহ চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন পরিবহনটির পরিচালক মো. স্বপন।

অভিযোগ থেকে জানা যায়, নবীনগর-আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে শতাব্দী পরিবহনের বেশ কিছু যাত্রীবাহী বাস চলাচল করে। এই পরিবহনের কর্তৃপক্ষের কাছে আটকরাসহ ইয়াদ মোল্লা ও আফজাল হোসেন ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে স্টাফদের মারধরসহ পরিবহনের স্টিকার ছিঁড়ে ফেলে। পরিবহন চলাচলে নানাভাবে বাঁধা সৃষ্টি করায় আজ ওই পরিবহনের পরিচালক আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিং) জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর