ছিন্নমূল শীতার্তদের পাশে এসপি মিজানুর

রাজবাড়ী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-30 04:12:48

তীব্র শীতে যখন সারাদেশ কাঁপছে, তখন রাজবাড়ীর ছিন্নমূল অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

গভীর রাতে নিজ উদ্যোগে শীতের কম্বল ও সহকর্মীদের সাথে নিয়ে ছুটে বেড়াচ্ছেন রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে। অসহায় ছিন্নমূল মানুষগুলোর গায়ে জড়িয়ে দিচ্ছেন শীতের পোশাক। পুলিশ সুপারের এই উদ্যোগে গর্বিত সহকর্মীরাও।

সহকর্মীরা বলেন, দামি পোশাক পড়েও যেখানে শীতের কাছে হার মানতে হচ্ছে, সেখানে খোলা আকাশের নিচে এই অসহায় মানুষগুলো কিভাবে রাত পার করছে তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। কিন্তু রাজবাড়ীর পুলিশ সুপার এসকল মানুষের কষ্টের কথা অনুধাবন করে গভীর রাতে ছুটে যাচ্ছেন তাদের সাহায্য করতে। যা আসলেই গর্ব করার মত একটি বিষয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন (প্রশাসন ও অপরাধ) বার্তা২৪.কমকে বলেন, 'বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ সুপার মো. মিজানুর রহমান দৌলতদিয়া ঘাট এলাকায় বাস টার্মিনাল ও রেলস্টেশনে খোলা আকাশের নিচে বসবাস করা অসহায় মানুষগুলোর মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। একজন মানবিক মানুষ হিসাবে এসপি স্যার তার নিজ উদ্যোগেই কাজটি করছেন। প্রায় রাতেই তিনি জেলার বিভিন্ন ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। এজন্য পুলিশ সদস্যরা ভীষণ ভাবে গর্বিত।'

রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বার্তা২৪.কমকে বলেন, 'এটা আসলে বিবেকের তাড়নায় করতে হচ্ছে। আমরা বড় অট্টলিকার মাঝে থেকেও শীতের কষ্ট সহ্য করতে পারছিনা। তাহলে ওই সকল মানুষগুলো কিভাবে সারারাত এই তীব্র শীতে খোলা আকাশের নিচে রাত যাপন করছে।'

এ সময় তিনি সমাজের সকল বিত্তবানদের এসকল শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোরও আহবান জানান।

এ সম্পর্কিত আরও খবর