বগুড়ার নন্দীগ্রামে একটি অটো রাইস মিলের নৈশ প্রহরীকে বেঁধে রেখে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দিবাগত রাতে নন্দীগ্রামের দোহার গ্রামে জিয়া অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত জিয়া অটো রাইস মিলের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে। এরপর নৈশ প্রহরী ইসমাইল হোসেনের (৫৫) হাত-পা বেঁধে মুখে গামছা গুঁজে দেয়।
দুর্বৃত্তরা রাইস মিলের ১৪টি বৈদ্যুতিক মোটর ছাড়াও অফিস কক্ষের তালা ভেঙে নগদ এক লাখ এক হাজার টাকা ও একটি ল্যাপটপ নিয়ে যায়।
শুক্রবার সকালে মিলের অন্যান্য শ্রমিকরা এসে নৈশ প্রহরীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর বার্তা২৪.কমকে বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে, অনুসন্ধান চলছে।