দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে ঝরছে বৃষ্টি। কনকনে শীত ও বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়ছেন জেলার খেটে খাওয়া মানুষেরা। গেল কয়েকদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ে। দিন দিন শীতের তীব্রতা বেড়েই চলেছে এ জেলায়।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, সকালে সূর্যের দেখা মিললেও দুপুরের পর আকাশ অন্ধকারাছন্ন হয়ে হালকা বৃষ্টি নামে। এর ফলে অসহায় পরিস্থিতির মধ্যে পড়েন জেলার খেটে খাওয়া মানুষেরা।
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারের ভ্যানচালক জিতেন রায় জানান, তীব্র শীতে খুব প্রয়োজন ছাড়া এমনিতেই মানুষ বাজারে আসে না। বৃষ্টি নামার সাথে সাথে বাজার খালি হয়ে গেছে। এখন যাত্রী না পেয়ে বেকার সময় পার করছেন তিনি।
একই ভোগান্তির কথা জানান বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার পাথর শ্রমিক নকিবুল ইসলাম। তিনি বলেন, এমনিতে কাজ পাওয়া যায় না, হঠাৎ বৃষ্টি আসায় কাজ বন্ধ করে বাড়ি ফিরতেছি।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, আজ দুপুরে হালকা বৃষ্টি পড়েছে, এ মৌসুমে এই এলাকায় এটই প্রথম বৃষ্টি। চলতি মাসে আরো কয়েকবার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।