পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ইটভাটার জন্য মাটি খননকালে ৪ রাউন্ড গুলিসহ একটি পরিত্যক্ত বন্দুক উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, মুক্তিযুদ্ধে বন্দুকটি ব্যবহার করা হয়েছিল।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে জেলার দেবীগঞ্জ উপজেলাধীন দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ মাটিয়ার পাড়া এলাকায় মাটি খননকালে গুলিসহ বন্দুকটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকালে দেবীগঞ্জের কালীগঞ্জ মাটিয়ার পাড়ায় ওই এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বাবুর জমিতে ইট ভাটার জন্য মাটি খননের সময় পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড গুলি, এক রাউন্ড ব্যবহৃত গুলির খোসাসহ বন্দুকটি দেখতে পায় শ্রমিকরা। পরে শ্রমিকরা দ্রুত দেবীগঞ্জ থানায় বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গুলিসহ বন্দুকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে, দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক আকবর আলী বার্তা২৪.কমকে বন্দুক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বন্দুকটি পুরাতন এবং পরিত্যক্ত অবস্থায় ৩ রাউন্ড গুলি, একটি ব্যবহৃত গুলির খোসাসহ (কাভার) বন্দুকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বন্দুকটি কেউ পুতে রাখে।