জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকার ক্ষমতায় আসার পর থেকে অন্যান্য শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষা উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার চকদাতেয়া মিয়ারবাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার নতুন ভবন উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মাদরাসার অনার্স কোর্স চালু, ভবন নির্মাণসহ বিভিন্ন ধরনের ধর্মীয় শিক্ষা চালু করেছেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন- সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাকিল আহম্মেদ, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. মেরিনা আফরোজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, আওয়ামী লীগ নেতা সুমন মিয়া, রফিকুল ইসলাম প্রমুখ।