পাওনা টাকাকে কেন্দ্র করে টেকনাফে রোহিঙ্গা খুন

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপেন্ডেন্ট, বার্তা২৪.কম, টেকনাফ (কক্সবাজার) | 2023-08-26 18:03:05

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং ক্যাম্পে পাওনা টাকাকে কেন্দ্র করে আবু তৈয়ুব (৩৫) নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আবু তৈয়ুব হোয়াইক্যং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ১৩২১ নাম্বর বাসার বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে।

রোহিঙ্গারা জানায়, শুক্রবার রাতে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের প্রধান সড়কে পাওনা টাকাকে কেন্দ্র করে সৈয়দুল আমিন ও আবু তৈয়ুবের মধ্যে কাটাকাটি হয়। এক পর্যায়ে আমিন দা দিয়ে তৈয়ুবকে কুপিয়ে জখম করে। পরে ক্যাম্পের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

টেকনাফ হোয়াইক্যং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প চেয়ারম্যান মো. রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্যাম্পে ১২০০ টাকাকে কেন্দ্র করে একজনকে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ নাজমুল আলম বলেন, ক্যাম্প থেকে এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর