জামালপুরের সরিষাবাড়ীতে নিজ ঘর থেকে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় নাসির উদ্দিন বাঘা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
নাসির উদ্দিন বাঘা উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক মন্টু জানান, নাসির উদ্দিন বাঘা এক ছেলে ও এক মেয়ের জনক। কয়েক বছর আগে তার স্ত্রী মারা যায়। ব্র্যাকে চাকরির সুবাদে ছেলে চট্টগ্রামে থাকে আর মেয়েটির বিয়ে হয়ে গেছে। তিনি বাড়িতে একাই থাকতেন এবং চাচাতো ভাই সেলিমের ঘরে খাওয়া-দাওয়া করতেন। সকালে খাবার খেতে না যাওয়ায় দুপুরে সেলিম ডাকতে এসে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহেরুল ইসলাম বলেন, নিহতের নাক-মুখে রক্তের দাগ ও গলায় বিদ্যুতের তার পেঁচানো ছিল। সে সুদে টাকা লেনদেন ও ঘরে জুয়ার আসর বসাতেন বলে এলাকাবাসী জানিয়েছে। কেউ তাকে হত্যা করে বিদ্যুৎস্পৃষ্ট বলে চালানোর চেষ্টা করে থাকতে পারে।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।