নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় টিপু হাওলাদার (২৫) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পরে ভুক্তভোগীর ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় তারা।
রোববার (৫ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টিপু বরিশাল জেলার সাহেবের হাট থানার দিদারপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। সে ফতুল্লার ভোলাইল এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান বলেন, অটোরিকশা চালক টিপুকে হত্যা করে তার ব্যাটারিচালিত ইজিবাইকটি নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত টিপু হাওলাদারের পিঠে ও কোমরের কাছে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খানপুর হাসপাতাল থেকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষে অভিযোগ না করলেও আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।