নেতার উসকানিতে চাকরি গেল ৬শ শ্রমিকের

গাজীপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-24 14:40:31

গাজীপুরের কোণাবাড়ি এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিকদের উসকানি দিয়ে অসন্তোষ সৃষ্টি করে মালিকপক্ষের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক শ্রমিক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৬শ শ্রমিক চাকরি হারিয়েছে বলে জানা গেছে।

শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টাকা লেনদেনর একটি ভিডিওটি ভাইরাল হয়েছে।

অভিযুক্ত ইসমাঈল হোসেন ঠান্ডু বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া কমিটির সভাপতি বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, মেডিটেক্স ইন্ডাস্ট্রিজ লি: গ্রুপের ইউনিট-৪ কারখানায় ম্যানুয়াল মেশিনের পরিবর্তে আধুনিক পদ্ধতির জ্যাকার মেশিন প্রতিস্থাপন করার পরিকল্পনা করে কারখানা কর্তৃপক্ষ। ফ্যাক্টরিতে জায়গা কম থাকার কারণে ফ্যাক্টরি কর্তৃপক্ষ ২ শিফটে ম্যানুয়াল মেশিনের ১২নং গেইজে ডিউটি করার জন্য শ্রমিকদের প্রস্তাব দেয়। গত (২১ ডিসেম্বর) শ্রমিকদের সাথে আলোচনা করে আগামী ১১ জানুয়ারি থেকে ২ শিফটে কাজ করার ইচ্ছা প্রকাশ করে শ্রমিকরা।

পরে খবর পেয়ে শ্রমিক নেতা ইসমাইল হোসেন ঠান্ডুসহ চার শ্রমিক নেতা ওই কারখানায় গিয়ে শ্রমিকদের উস্কানি দেয়। এসময় শ্রমিকদের মাঝে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শ্রমিক লিডার ইসমাইল হোসেন ঠান্ডু কারখানা কর্তৃপক্ষের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে বলে জানায় কারখানার ম্যানেজার বাইজিদ আহমেদ। পরে বিব্রতকর অবস্থার সৃষ্টি হলে বাধ্য হয়ে কর্তৃপক্ষ তাদের ৩০ হাজার টাকা দেয়। ৩০ হাজার টাকা নেওয়ার পর শ্রমিকদের আরো উসকানি দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে প্রায় ৬শ শ্রমিকের শ্রম আইন অনুযায়ী টাকা পরিশোধ করেন।

এব্যাপারে কারখানা ম্যানেজার বাইজিদ আহমেদ বলেন, আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে শ্রমিক নেতা ইসমাইল হোসেন ঠান্ডু ১৫ লাখ টাকা দাবি করে। তার সাথে আপোষ না করে আমরা শ্রমিকদের পাওনাদি শ্রম আইন অনুযায়ী শনিবার (০৪ ডিসেম্বর) পরিশোধ করি। ঠান্ডু শ্রমিক নেতার জন্য তাদের কারখানার প্রায় ৬'শ শ্রমিক চাকরি হারায় বলেও জানান তিনি।

ইসমাইল হোসেন ঠান্ডু বিষয়টি অস্বীকার করে বলেন, ওই কারখানা কর্তৃপক্ষ আমাদের দুপুরে খাওয়ার জন্য ৩০ হাজার টাকা দিয়েছিলো।

এ সম্পর্কিত আরও খবর