পদ্মা নদী বিধৌত নাটোরের লালপুর উপজেলার পাথরঘাটা এলাকায় লালন নামে এক জেলের জালে একমণ ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় একজন ব্যবসায়ী ৩৭ হাজার টাকায় ক্রয় করেছেন।
রোববার (৫ জানুয়ারি) সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি লালনের জালে আটকে যায়।
জেলে লালন বলেন, ‘সকালে পদ্মানদীর পাথরঘাটা এলাকায় মাছ ধরতে গেলে জালে ৪০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। মাছটি বিক্রি করার জন্য লালপুর বাজারে নিয়ে এলে তা দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে লালপুর বাজারের ভাই ভাই মাছের আড়তে সাইদুর রহমানের কাছে ৩৭ হাজার টাকায় মাছটি বিক্রি করি। সাইদুর তাৎক্ষণিক মাছটি মৌখড়া এলাকার মোজাম্মেল হকের নিকট ৪০ হাজার টাকায় বিক্রয় করেন।'
কিছুদিন আগেও পদ্মায় ৩১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছিলো বলেও জানান তিনি।