কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট বাজার থেকে অস্ত্র, গুলি ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনছুর আলীকে (৩৮) গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বলারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৩ সদস্যরা। পরে, তার দেওয়া তথ্যানুযায়ী একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
মনছুর আলী উপজেলার গজেরকুটি গ্রামের আমিন উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান এলাকাবাসী।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় বালারহাট বাজার থেকে মনছুর আলীকে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করে র্যাব।
পরে রোববার (৫ জানুয়ারি) সকালে ফুলবাড়ী থানায় মাদক ব্যবসায়ী মনছুর আলীকে হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার মনছুর আলীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।