ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লাইসেন্সের মেয়াদ না থাকায় দুটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুরে এই অভিযান চালানো হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, রোববার সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে এমএসবি ও আরএসপি নামে দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় দুটি ইটভাটায় লাইসেন্সের মেয়াদ না থাকায় ইটভাটা প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা মোতাবেক দুটি ইট ভাটাকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, এই ধরনের ইটভাটা যতগুলো আছে পর্যায়ক্রমে সবগুলোতে অভিযান চালানো হবে।