নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের হালসা গ্রাম থেকে কামরুল ইসলাম (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে হালসা গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কামরুল রাজশাহী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আরএসটিইউ) বিবিএ’র ছাত্র। তিনি হালসা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
নিহত কামরুলের মামা আলমগীর হোসেন জানান, শনিবার রাত ৯টার দিকে কারো ফোন পেয়ে কামরুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুজি করে না পেয়ে রোববার দুপুরে নাটোর সদর থানায় একটি জিডি করা হয়। সন্ধ্যার দিকে বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দূরের বাঁশ ঝাড়ে স্থানীয় একদল কিশোর কামরুলের বাম চোখ উপড়ানো মরদেহ দেখে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তা অনুসন্ধান শুরু করেছে পুলিশ।