শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল শুরু

মুন্সিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মুন্সিগঞ্জ | 2023-08-29 20:05:17

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া- কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে এখনও কিছুটা কুয়াশা থাকায় ফেরি চলাচলে রয়েছে ধীরগতি।

রোববার রাত দেড়টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি। সোমবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট ও মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে সাড়ে ৪ শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে ছিল।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক সফিক আহম্মেদ জানান, ঘন কুয়াশার কারণে নদীর চ্যানেলের পয়েন্টগুলোতে বিকন বাতি দেখতে না পাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ অবস্থায় পদ্মার মাঝে নোঙর করে রাখা হয় ৫টি ফেরি। পরে সকালে সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে আসায় ফেরি চলাচল শুরু হয়।

এ সম্পর্কিত আরও খবর