সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: কাদের

ঢাকা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-30 20:15:32

ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধে সম্পন্ন হবে। তাই সবাই ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন। সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগের পক্ষ থেকে সকল ধরনের সাহায্য করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণে এসে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ঢাকাবাসীর কাছে প্রধানমন্ত্রী ভোট চেয়েছেন।

তিনি আরো বলেন, ভোটের আগেই বিএনপি অভিযোগ করছে, ভোট কারচুপি হবে ইভিএমে কারচুপি হবে। তারা ডিজিটাল বাংলাদেশ চায় না। বাংলাদেশে ডিজিটাল ভোটিং তারা চায় না। তাই এসব অবান্তর অভিযোগ করছেন তারা। অথচ অতীতে ইভিএম পদ্ধতিতে তারাই নির্বাচন করে জয় লাভ করেছে। তারা জানে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি এই নির্বাচনে হেরে যাবে। তাই তারা ইভিএমের বিরুদ্ধে বিষক্রিয়া করছে। তারা ইভিএম ভোটিংকে প্রশ্নবিদ্ধ করার জন্য আবোল তাবোল বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, হেরে গেলে আমাদের মাথায় আকাশ ভেঙে পরবে না। আমারা নিরপেক্ষ নির্বাচন চাই।

দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, বিএনপির সময়ে গরীবদের মাঝে ত্রাণ বিতরণ করা বন্ধ করে দেওয়া হয়। আমাদের সময় শীত কিংবা যেকোনো দুর্যোগে 'দুর্যোগ মন্ত্রণালয়'র প্রতিমন্ত্রী এনামুর রহমান ত্রাণ নিয়ে ছুটে চলে যান।

তিনি বলেন, এখানে ১০ হাজার গরীবদের মাঝে শীতবস্ত্র, শিশু খাবার ও শুকনো খাবার বিতরণ করা হবে। সবাইকে এই শীতের খাবার ও কম্বল বিতরণ করা হবে। এখানে বিএনপির মত করা হবে না। সবশেষে মন্ত্রী গরীবদের মাঝে শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা ২০ আসনের সাংসদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর