বাল্যবিয়ে পণ্ড, বর-শাশুড়ির দণ্ড

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,নোয়াখালী | 2023-08-29 01:45:37

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নে বাল্যবিয়ের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বর ও কনের মাকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে চরহাজারী গ্রামের শান্তিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

অর্থদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, উপজেলার চরপার্বতী গ্রামের মনির আহম্মদের ছেলে মাঈন উদ্দিন ও চরহাজারী গ্রামের সেলিমের স্ত্রী বিবি ফাতেমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিবি ফাতেমা তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিবি আছিয়াকে মাঈন উদ্দিন লিটনের সাথে বাল্য বিবাহের আয়োজন করেছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে পণ্ড করে দেয়। এ সময় বর ও শাশুড়িকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

পরে তাদের বাল্য বিবাহ নিরোধ আইন ২০০৭ এর (১) ধারা অনুযায়ী বর মাইন উদ্দিন লিটনকে ৫ হাজার টাকা এবং তার শাশুড়িকে বিবি ফাতেমাকে একই আইনে (৮) ধারা মোতাবেক ২ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর