কুয়াশায় চারপাশ অন্ধকার, গাড়ি চালাতে হিমশিম খাচ্ছেন চালকরা

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-24 18:06:53

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড় জেলা। ফলে গাড়ি চালাতে হিমশিম খাচ্ছেন যানবাহনের চালকরা। সড়ক মহাসড়কে চলাচলকারী গাড়িগুলো থেমে থেমে চলছে।

সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, সারাদিন তাপমাত্রা ওঠানামা করলেও শীত ছিল। তবে রাত ৯টার পর হঠাৎ পঞ্চগড়ে ঘন কুয়াশা দেখা দেয়। ফলে সড়ক মহাসড়কগুলোতে গাড়ি চালাতে হিমশিম খাচ্ছেন চালকরা।

এ বিষয়ে ট্রাক চালক আল মামুন বলেন, 'পাথর নিয়ে রাজশাহীর পথে রাওনা হয়েছি। কিন্তু হঠাৎ করে কুয়াশা নামায় চারপাশ অন্ধকার হয়ে গেছে। হেডলাইটের আলোতে সড়ক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না।’

একই কথা বলেন শ্যামলী পরিবহনের চালক আব্দুল হাই। তিনি বলেন, 'যাত্রী নিয়ে ঢাকায় যাবো। কিন্তু হঠাৎ কুয়াশার কারণে থেমে থেমে যেতে হচ্ছে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, রাত সাড়ে ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও খবর