ঘন কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বার্তা২৪.কম-কে জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চালকরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে পাচ্ছিলেন না। দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে পাঁচ শতাধিক যানবাহন।