যশোরে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

যশোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-08-22 14:02:19

আধুনিক প্রযুক্তির যুগে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। দিনদিন এর ব্যবহারও কমে যাচ্ছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে যশোরের খাজুরার মাঝিয়ালীতে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূলত বাঙালির হারানো ঐহিত্যকে ধরে রাখতে এবং বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করতেই এই আয়োজন।

স্থানীয় যুব সংঘের এমন আয়োজনে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা থেকে বাছাই করা মোট আটটি গাড়ি এ প্রতিযোগিতায় অংশ নেয়। ব্যতিক্রমী গরুর গাড়ির দৌড় দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমে। বসে গ্রামীণ মেলাও।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন যশোরের বাঘারপাড়ার কৃষ্ণনগরের মফিজ মিয়া। তিনি জানান, এ প্রতিযোগিতায় অংশ নিতে তার দুটি গরুকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছেন। দ্রুত গতির জন্য তার গরু দুটির নাম দিয়েছেন রকেট।

আয়োজক কমিটির আহ্বায়ক জামাল হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘আধুনিকতার নামে আমরা আমাদের প্রাচীন ঐতিহ্যগুলোকে হারিয়ে ফেলতে বসেছি। গ্রামের মানুষের বিনোদনের জন্য এখন আর তেমন কোনো ব্যবস্থা নেই। এ কারণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর