লক্ষ্মীপুরে পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটার চিমনি ও বিভিন্ন সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অনুমতি ছাড়া পুনরায় ইটভাটা চালু না করার জন্য সতর্ক করে দেওয়া হয় মালিকদের।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন ও মকবুল হোসেন।
ইটভাটাগুলো হলো সদর উপজেলার তেওয়ারীগঞ্জের সংসার ব্রিকস ও আন্দারমানিক এলাকার এইচবিএম। অভিযানের সময় পরিবেশ ছাড়পত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র দেখাতে পারেননি ইটভাটা মালিকরা। এজন্য অবৈধভাবে ইটভাটা গড়ে তুলে পরিবেশ দূষণের দায়ে সরঞ্জামাদি, চিমনি, ইট পোড়ানোর চুল্লি ও কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম ও পরিদর্শক সৌমেন মৈত্র।
ভাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন জানান, বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটাগুলোর চিমনি, ইট তৈরির সরঞ্জাম, কাঁচা ইট ও চুল্লি গুঁড়িয়ে হয়েছে। অনুমতি ছাড়া ভবিষ্যতে ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদের সতর্ক করে দেওয়া হয়। এজন্য তাদের আর্থিক কোন জরিমানা করা হয়নি। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।