বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সম্পদের খোঁজে দুদক

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-09 13:55:42

বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে দুদক তার সম্পদের বিবরণী চেয়ে চিঠি দিয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বগুড়া পৌরসভায় দীর্ঘদিন কর্মরত থেকে দুর্নীতির আশ্রয় নিয়ে নামে বেনামে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। এধরনের একটি অভিযোগ দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ে জমা পড়ে। সেই অভিযোগ দুদকের প্রধান কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রধান কার্যালয় থেকে তার সম্পদ অনুসন্ধানের অনুমোদন দেওয়া হলে সম্পদ বিবরণী দাখিল করার জন্য তাকে চিঠি দেওয়া হয়।

বগুড়া পৌরসভার মেয়র অ্যাড. একে এম মাহবুবর রহমান বার্তা২৪.কমকে বলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে দুদক চিঠি দিয়েছে বলে শুনেছি।

দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বার্তা২৪.কমকে জানান, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে এর আগে তার সম্পদের হিসাব চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। তার নিজের ও স্ত্রী-সন্তানের নামে জ্ঞাত আয় বহির্ভূত কি পরিমাণ সম্পদ রয়েছে সে বিষয়ে দুদক অনুসন্ধান করছে।

এ সম্পর্কিত আরও খবর