বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী ১০ জানুয়ারি থেকে ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিটে বেনাপোল ছেড়ে যাবে এবং রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছাবে। ঢাকা থেকে রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে সকাল ৮টা ২০ মিনিটে বেনাপোল পৌঁছাবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় নতুন সময়সূচির বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বেনাপোল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহিনুর শাহিন।
এদিকে সময়সূচি পরিবর্তন হওয়ায় সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন, এ পথে বেশিরভাগ যাত্রী ভারতগামী। আগের সময়সূচিতে ঢাকা থেকে বেনাপোল আসতে দুপুর ২টা থেকে ৩টা বেজে যেত। তাতে ওই দিন যাত্রীরা কলকাতা পৌঁছে কোনো কাজ করতে পারতেন না। বর্তমানে নতুন সময়ে ওই সমস্যা থেকে যাত্রীরা অনেকটা মুক্তি পাবে।
তবে বেনাপোল এক্সপ্রেসে বেনাপোলের জন্য আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা। তারা বলছেন, বেনাপোলের যাত্রীদের জন্য মাত্র ২২২ আসন বরাদ্দ আছে। যা চাহিদার তুলনায় খুবই কম। বেনাপোল দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর হওয়াতে এ পথে ব্যবসা, বাণিজ্য, চিকিৎসা ও ভ্রমণে মানুষ বেশি যাতায়াত করে। তাই এখানে আসন সংখ্যা বাড়ানো দরকার।