কুমিল্লায় ট্রাকচাপায় দম্পতি নিহত

কুমিল্লা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-19 05:53:32

কুমিল্লার বরুড়ায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বরুড়া-লালমাই সড়কের দুতিয়ারপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বরুড়া বাজারের ব্যবসায়ী উপজেলার ভৌতরী গ্রামের আবদুর রশিদ (৬০) এবং তার স্ত্রী বেগম আক্তার (৪৫)।

স্থানীয়রা জানান, বরুড়া বাজারের ব্যবসায়ী আবদুর রশিদ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কুমিল্লা থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে তাদের বহনকারী সিএনজিটি দুতিয়ারপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দম্পতি নিহত হন। আহত হন ওই সিএনজির চালক। তবে তাৎক্ষণিকভাবে আহতের নাম জানা যায়নি।

রাতে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জিয়া উদ্দিন বার্তা২৪.কম-কে বলেন, ‘আমরাও খবরটি শুনেছি। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম গেছে। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।’

এ সম্পর্কিত আরও খবর