বাবা জানতে চান, 'ছেলে হত্যার বিচার কবে হবে'

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-09-01 15:53:46

রাজশাহী ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (আরএসটিইউ) নাটোর ক্যাম্পাসের বিবিএ'র ছাত্র কামরুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার কবে হবে জানতে চেয়েছেন তার পিতা আফাজ উদ্দীন।

তিনি বলেন, ‘এখন অনেক বড় বড় হত্যাকাণ্ডের বিচার হতে দেখি। আমার ছেলে হত্যারও যেন বিচার হয়। পুলিশ চাইলেই আমরা ন্যায়বিচার পেতে পারি।’

শুক্রবার (১০ জানুয়ারি) নাটোর-ঢাকা মহাসড়কের চকরামপুর এলাকার নিজস্ব ক্যাম্পাসের সামনে কামরুল হত্যার বিচার চেয়ে মানববন্ধনের আয়োজন করে আরএসটিইউ কর্তৃপক্ষ। এতে যোগ দেন নিহত কামরুলের পরিবারসহ হালসার কয়েকশ মানুষ। গত ৫ জানুয়ারি নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের নবীনকৃষ্ণপুর গ্রামের একটি জঙ্গল থেকে কামরুল ইসলামের চোখ উপড়ানো মৃতদেহ উদ্ধার করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান, রেজিস্ট্রার কে এম আবদুল মমিন, ছাত্র উপদেষ্টা এডভোকেট আরমান আলী, স্কুল অব লিবারেল আর্টস এন্ড স্যোশাল সায়েন্স বিভাগের ডীন প্রফেসর ড. সাইফুদ্দীন চৌধুরী, নিহত কামরুলের বোন নাজমা বেগম, চাচা কফিল উদ্দীনসহ সহপাঠীরা।

কামরুলের বোন নাজমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আদরের ভাই আমাদের একমাত্র ভরসা ছিলেন। সেই ভাইকে হত্যা করা হলো কী নৃশংসভাবে! আমরা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। কারা জড়িত এ ঘটনার সাথে তাদেরও খুঁজে বের করা হোক।'

রাজশাহী ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। এ আস্থা থেকেই আমরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্ব হত্যাকারীর বিচার চাই। আর কোনো সন্তানের জন্য যেন রাস্তায় দাঁড়াতে না হয় আমাদের।'

জানা যায়, মরদেহ উদ্ধারের রাতেই কামরুলের সেলফোনের কললিস্টের সূত্র ধরে এক কথিত প্রেমিকাসহ ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ থেকে আটক সহপাঠী মিনহাজ উদ্দীন প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দীন আহমেদ জানান, তদন্তের স্বার্থে নিহত কামরুলের প্রেমিকাসহ সন্দেহভাজন ৮ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মধ্য মিনহাজ একাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। আমরা অধিকতর তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি।

এ সম্পর্কিত আরও খবর