যশোরে ৪০০ শিশুর তালপাতায় হাতেখড়ি

যশোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-08-28 13:00:34

উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যের ধারাবাহিকতায় তালপাতায় শিক্ষা জীবনের হাতেখড়ি হল যশোরের প্রায় চার শ’কোমলমতি শিশুর।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উদীচী শিল্পীগোষ্ঠী যশোরের আয়োজনে ‘হাতেখড়ি’ উৎসবের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার আলোকিত মানুষেরা এসব শিশুদের হাত ধরে তালাপাতার ওপর লিখে তাদের বিদ্যা অর্জনের সূচনা করেন।

এ উপলক্ষে যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে বসেছিলো শিশুর মিলন মেলা।

জাতীয় সংগীত ও উদীচীর সংগঠন সংগীতে শুরু হয় এ উৎসব । ‘হাতেখড়ি’ উৎসবের উদ্বোধন করেন উদীচী যশোরের উপদেষ্টা অ্যাড. কাজী আব্দুস শহীদ লাল। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুর রহমান মজনুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, হাতেখড়ি উৎসবের আহ্বায়ক খন্দকার রজিবুল ইসলাম, সদস্য সচিব চামেলী মুখার্জী প্রমুখ।

উৎসব সম্পর্কে উদীচী উপদেষ্টা অ্যাড. কাজী আব্দুস শহীদ লাল বার্তা ২৪ কে জানান, বিগত ২০১১ সাল থেকে উদীচী যশোরের উদ্যোগে হাতেখড়ি উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসবে উদীচী যশোর পরিচালিত অক্ষর শিশু শিক্ষালয়ের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীসহ ব্যাপিস্ট চার্চ বিদ্যালয়, সম্মিলনী ইনস্টিটিউশন, অংকুর কিন্ডার গার্ডেন, নাজির শংকরপুর প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৌমাছি স্কুলের চার শতাধিক শিক্ষার্থী হাতে খড়ি দেন অতিথিসহ জেলার স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ।

এ সম্পর্কিত আরও খবর