গাজীপুরে গার্মেন্টসে আগুনের ভয়াবহতা বাড়ছে

গাজীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-08-26 05:55:39

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসে লাগা আগুনের ভয়াবহতা বাড়ছে। আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর ও ডিবিএলের ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে আগুন লাগে।

প্রথমে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটিসহ চারটি ইউনিট চেষ্টা করলেও আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় কাশিমপুরের ডিবিএল, কালিয়াকৈর, শ্রীপুর, সাভার ইপিজেডের চারটি ইউনিট যোগ দেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুনের ভয়াবহতা বাড়ছে

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ৮টি ইউনিট কাজ করছে। আগুনের ভয়াবহতা বেড়েই চলছে। তাই ঢাকার সদর দফতর থেকে অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ করছে

তিনি বলেন, কারখানার সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। বেশি উচ্চতা ও প্রচুর ধোঁয়ার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। ভবন থেকে সব শ্রমিকদের বের করে আনা হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন:গাজীপুরে গার্মেন্টসে আগুন

এ সম্পর্কিত আরও খবর