কুমিল্লা রেলওয়ে স্টেশনে পাল্টে গেছে প্রায় সবগুলো ট্রেনের সময়সূচি। ফলে আগের তুলনায় কিছু ট্রেনের পৌঁছানোর সময় বেড়েছে। অন্যদিকে কমেছে কিছু ট্রেনের সময়।
শুক্রবার (১০ জানুয়ারি) পরিবর্তন হওয়া নতুন সূচিতে কুমিল্লা রেলওয়ে স্টেশনে পৌঁছে আবার ছেড়ে গেছে পূর্বাঞ্চলীয় রেলপথে চলাচলকারী প্রায় সবকয়টি ট্রেন।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করছেন।
তিনি জানান, কয়েকটি ট্রেন ব্যতীত প্রায় সবকটি ট্রেনের সূচিতে পরিবর্তন এসেছে। পূর্বে ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস বেলা ১১টা ৩৭ মিনিটে কুমিল্লা পৌঁছাতো, বর্তমান সূচিতে তা বেলা ১১টা ৫২ করা হয়েছে। চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেস পূর্বে ৫ টায় পৌঁছালেও বর্তমানে বিকেল ৫টা ৫ মিনিটে কুমিল্লা পৌঁছাবে। সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস পূর্বে বেলা ১১টা ৫৬ মিনিটে কুমিল্লা পৌঁছাতো, বর্তমানে পৌঁছাবে ১২টা ৫ মিনিটে।
এছাড়া, চট্টগ্রাম অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস বিকেল ৪টা ৪২ মিনিটের পরিবর্তে বিকেল ৪টা ৩০ মিনিটে কুমিল্লা পৌঁছাবে। চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেস রাত ২টা ৪০ এর পরিবর্তে ৩টা ৭ মিনিটে এবং সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস রাত ১২টা ২৬ মিনিটের পরিবর্তে ১২ টা ৩০ মিনিটে কুমিল্লা পৌঁছাবে। চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস দুপুর ২টা ১৮ মিনিটের পরিবর্তে ২টা ৪০ এবং ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস দুপুর ১টা ২৫মিনিটের পরিবর্তে ১টা ২৩ মিনিটে কুমিল্লা পৌঁছাবে।
তিনি আরো জানান, চট্টগ্রাম অভিমুখী মহানগর এক্সপ্রেস রাত ১২টা ৪৯ মিনিটের পরিবর্তে ১টা ৪৭ মিনিটে কুমিল্লা পৌঁছাবে। ঢাকা অভিমুখী মহানগর এক্সপ্রেস বিকেল ৩টা ১৬মিনিটের পরিবর্তে ৩টা ২০ মিনিটে কুমিল্লা পৌঁছাবে। ঢাকা অভিমুখী তূর্ণা নিশীথা রাত ১ টা ৩৭ মিনিটের পরিবর্তে ১টা ৪৫ এবং চট্টগ্রাম অভিমুখী তূর্ণা নিশীথা রাত ৩ টা ১৫ মিনিটের পরিবর্তে ৩ টা ২০ মিনিটে কুমিল্লা পৌঁছাবে।
চট্টগ্রাম অভিমুখী জালালাবাদ এক্সপ্রেস সকাল ৭টা ২৪ মিনিটের পরিবর্তে ৭টা ১৫ এবং সিলেট অভিমুখী জালালাবাদ এক্সপ্রেস রাত ১১টা ৪০ মিনিটের পরিবর্তে ১২টা ৪৫মিনিটে কুমিল্লা পৌঁছাবে।
ঢাকা অভিমুখী মহানগর গোধূলি বিকেল ৫টা ৪০ মিনিটের পরিবর্তে ৫ টা ৪৬ মিনিটে কুমিল্লা পৌঁছাবে। ঢাকা অভিমুখী উপকূল এক্সপ্রেস সকাল ৭ টা ৫৮ মিনিটের পরিবর্তে ৮টায় কুমিল্লা পৌঁছাবে।
ময়মনসিংহগামী ময়মনসিংহ এক্সপ্রেস রাত ৮টা ১০ মিনিটের পরিবর্তে ৮টা ২৮মিনিটে এবং চট্টগ্রাম অভিমুখী ময়মনসিংহ এক্সপ্রেস বিকেল সাড়ে ৩টার পরিবর্তে ৩টা ৪০মিনিটে কুমিল্লা পৌঁছাবে। রেলওয়ে কর্তৃপক্ষের নির্ধারণ করা নতুন সময়সূচির কারণে বর্তমানে কুমিল্লা স্টেশন থেকে ট্রেনগুলো এসব সময়ে চলাচল করছে বলে জানান তিনি।