কুমিল্লায় দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

কুমিল্লা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-22 23:58:42

কুমিল্লার চৌদ্দগ্রামে ড্রেনের মাটি খননের সময় দেয়াল চাপায় আবদুস সাত্তার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম পৌর এলাকার বৈদ্দেরখীল গ্রামের বজল মেম্বারের বাড়ির সামনে বাইপাস সড়কের ড্রেনের মাটি খননের সময় এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সাত্তারের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী আবদুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈদ্দেরখীল গ্রামের বজল মেম্বারের বাড়ির সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে মুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান বাইপাস সড়কের ড্রেনের মাটি খননের কাজ চলছিলো। আবদুস সাত্তার, কাবিল ও মোবারকসহ কয়েকজন শ্রমিক ড্রেনের মাটি খনন করছিলেন। এ সময় হঠাৎ করে পাশের একটি দেয়াল ধসে পড়লে তারা দেয়ালটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবদুস সাত্তারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদের মধ্যে আহত শ্রমিক কাবিলকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর