লৌহজং থেকে: ৭ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে রোববার (১২ জানুয়ারি) ভোর ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার (১১ জানুয়ারি) দিনগত রাত ১১টা থেকে রোবরার সকাল সাড়ে ৬টা পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
ঘন কুয়াশায় কারণে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। সকালে কুয়াশা কমে যাওয়ায় সাড়ে ৬টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে প্রায় ৭ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট এলাকায় দেড় শতাধিক ছোট-বড় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পণ্যবোঝাই ট্রাকের সংখ্যাই বেশি।
মাওয়া বিআইডব্লিউটিসির মহা ব্যবস্থাপক মোঃ শফিক আহম্মেদ বার্তা২৪.কমকে জানান, কুয়াশার কারণে গেল মধ্যরাত থেকে আজ সকাল সাড়ে ৬টা পর্যন্ত ৭ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে ১৪টি ফেরি দিয়ে যান পারাপার হচ্ছে।