সূর্যের দেখা নেই লালমনিরহাটে

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম, লালমনিরহাট | 2023-08-20 08:41:24

দুই দফা শৈত্যপ্রবাহের পর লালমনিরহাটে আবারও শীত জেকে বসেছে। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যের। যার ফলে চরম দূর্ভোগে পড়েছে তিস্তা ও ধরলা তীরবর্তী ছিন্নমূল মানুষরা।

রোববার (১২ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন।

ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ

এদিকে ঘন কুয়াশার কারণে বাজারগুলোতে তেমন দোকান-পাট খুলতে দেখা যায়নি। লোকজনের চলাচলও স্বাভাবিকের তুলনায় অনেক কম। তারপরও পেটের টানে কিছু শ্রমিক ঘর থেকে বেরিয়েছে। বিশেষ করে তিস্তা ও ধরলা তীরবর্তী ছিন্নমূল মানুষরা পড়েছে চরম ভোগান্তিতে।

হাড় কাঁপানো শীতে বিপর্যয়ে পড়েছে ছিন্নমূল মানুষের গবাদিপশু। দিন রাত বৃষ্টির মতো শিশির পড়ছে।

দুপুরে কিছুটা সূর্যের দেখা পাওয়া যায়

প্রথম দফার শীতে তিস্তা ও ধরলা পাড়ের লোকজনরা শীতবস্ত্র পেলেও দ্বিতীয় ও তৃতীয় দফায় কেউ শীতবস্ত্র বিতরণ করেছেন বলে জানিয়েছেন তারা।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, গত কয়েক দিনের চেয়ে উত্তরের জেলা লালমনিরহাটে ঘন কুয়াশার সঙ্গে শীত বাড়বে। তবে সূর্যের দেখা দুপুরে কিছুটা পাওয়া যেতে পারে।

এ সম্পর্কিত আরও খবর