কুকুর-বিড়ালের শত্রুতা জানা রয়েছে সবারই। তবুও প্রকৃতির খেয়ালে মা হারা এক বিড়াল ছানাকে মাতৃস্নেহ ও দুগ্ধ দিয়ে বেড়ে তুলছে একটি কুকুর।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে এমন চিত্র দেখা গেছে।
সেখানে একটি কুকুর আরেকটি বিড়ালকে মাতৃদুগ্ধ পান করাচ্ছে। যেন মায়া-মমতা সবই আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি। বিড়ালটি পরম মমতায় কুকুরের দুধ পান করছে অনায়াসে।
স্থানীয়রা জানান, কিছু দিন আগে ওই গ্রামের নওয়াব আলীর বাড়ির উঠানে মালিক বিহীন একটি মা বিড়াল দুটি ছানা প্রসব করার পরই মারা যায়। এরপর দুগ্ধপানের অভাবে একটি ছানার মৃত্যু হয়। বেঁচে থাকে আরেকটি ছানা। প্রকৃতির খেয়ালে ছুটে আসে একটি কুকুর। শুরু করে বিড়াল ছানাটিকে মাতৃস্নেহ ও দুগ্ধ দিতে।
দিনভর বিড়াল ছানাকে নিয়ে এদিক-সেদিক ঘুরে বেড়ায় কুকুরটি। এভাবে ধীরে ধীরে বেড়ে উঠে বিড়াল ছানাটি। এমনি এক বিরল দৃশ্য দেখে অবাক হয়েছেন এই এলাকার মানুষ।
এ নিয়ে মানুষের মধ্যে শুরু হয়েছে নানা কৌতূহল। যাতে করে কেউ ওই কুকুর-বিড়ালের বিচ্ছেদ ঘটাতে না পারে, সে বিষয়ে সবাই এখন নজর রাখছেন।
বড় জামালপুর গ্রামের মাসুদ রানা নামের এক যুবক বার্তা২৪.কম-কে বলেন, মমতাময়ী এই কুকুরটা অনেক দিন যাবত এভাবেই বিড়াল ছানাটাকে বুকের দুধ দিয়ে আসছে। এতে ধীরে ধীরে বেড়ে উঠছে বিড়ালটি। এটি একটি অবাক হওয়ার বিষয়।
জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বার্তা২৪.কম-কে জানান, কুকুর-বিড়ালের এই বিষয়টি বিরল এক ঘটনা। এদের মধ্যে জন্ম হয়েছে চরম ভালবাসা। এ থেকেও শিক্ষণীয় অনেক কিছু রয়েছে।