বগুড়ায় স্বামী-সন্তানকে ঘরে আটকিয়ে রেখে আরেক ঘরে গিয়ে আত্মহত্যা করেছেন রুমা খাতুন (৩৩) নামের এক নারী। রোববার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ফুলদীঘি উত্তরপাড়ায় তিনি আত্মহত্যা করেন।
তিনি এ্যাশেনসিয়াল ড্রাগস কোম্পানির কর্মচারী জুয়েল খানের স্ত্রী।
জানা গেছে, নাটোর জেলার সিংড়া থানার সতর গ্রামের বাসিন্দা জুয়েল খান চাকরি সূত্রে বগুড়া শহরের ফুলদীঘি উত্তরপাড়ায় মাহফুজার রহমানের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন।
রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে স্ত্রী রুমা খান তার ছেলে ও স্বামী ঘরে আটকিয়ে রেখে পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় কোন সাড়াশব্দ না পেয়ে জুয়েল খান প্রতিবেশীদের ডেকে আনেন। পরে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রুমা খান। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ বিষয়ে বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিপদ দাস বার্তা২৪.কমকে বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্বামী-স্ত্রী ঝগড়া করে আলাদা রুমে ঘুমানোকে কেন্দ্র করে রুমা খান আত্মহত্যা করেছে বলে।