কুষ্টিয়ায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আনিসুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাতে কুষ্টিয়া শহরে কবি আজিজুর রহমান সড়কে টেগর লজে এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা জানায় রবীন্দ্রনাথ ঠাকুর ফাউন্ডেশন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এ সময় রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের মাধ্যমে রবীন্দ্রপ্রেমীদের জাগ্রত করতে গুরুত্বারোপ করেন তিনি।
রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের সভাপতি ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা হাবিবা, ইবির প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ রতন, অরবিন্দ চক্রবর্তী, কৃষ্ণ পদ সান্ডিল, অ্যাড. লালিম হক। পরে বিভিন্ন রবীন্দ্র সঙ্গীত পরিবেশিত হয়।
এর আগে সন্ধ্যায় রবীন্দ্রনাথের আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করেন অতিথিবৃন্দ।