আবারো শীতে জবুথবু পঞ্চগড় জেলা। হিম বাতাস ও ঘন কুয়াশার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে জেলার শ্রমজীবী ও সাধারণ মানুষরা চরম বিপাকে পড়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
সরেজমিনে দেখা গেছে, কনকনে হাড় কাপানো শীতের কারণে প্রয়োজন ব্যতীত কেউ ঘর থেকে বের হচ্ছে না। আর জেলার ছিন্নমূল ও শীতার্ত মানুষরা শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। তবে দুপুর ১টার পর আকাশে কিছুটা সূর্যের আলোর দেখা মিলেছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহিদুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।