৫ আসামির বয়স জানতে ডাক্তারি পরীক্ষার আবেদন

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা | 2023-08-21 04:22:39

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার ৫ অপ্রাপ্তবয়স্ক আসামির ডাক্তারি পরীক্ষার মাধ্যমে বয়স নির্ধারণের জন্য আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে বরগুনা জেলা নারী ও শিশু আদালতের বিচারক হাফিজুর রহমানের কাছে এ আবেদন করে রাষ্ট্র পক্ষের কৌঁসুলি। পরে আদালত আবেদনের ওপর আগামী ১৬ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রিফাত হত্যা মামলার ৫ শিশু আসামির সঠিক বয়স নির্ধারণের জন্য এ আবেদন করা হয় আদালতে।’

ডাক্তারি পরীক্ষার মাধ্যমে রিশান ফরাজী, চন্দন, নাইম, মারুফ বিল্লাহ ও মারুফ মল্লিক এর সঠিক বয়স নির্ধারণ করা হবে।

এর আগে সকাল ১১টার দিকে শিশু আদালতে অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রিফাত শরীফ হত্যা মামলার বাদী দুলাল শরীফ।

এ সম্পর্কিত আরও খবর