বেনাপোলে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-24 02:24:27

যশোরের বেনাপোলে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ মালামাল, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি আবাসিক হোটেলসহ চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় বেনাপোল স্থলবন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

খোরশেদ আলম বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও ট্রেডলাইসেন্সসহ অনান্য কাগজ পত্র না থাকায় চৌধুরী আবাসিক হোটেলকে ২০ হাজার, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় সর্দার ফার্মেসিকে ৩০ হাজার, ভারতীয় মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স পাওয়ায় বিপ্লব স্টোরকে পাঁচ হাজার, মূল্য তালিকা ও ট্রেড লাইসেন্স না থাকায় নবাব স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বেনাপোল পৌর স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন ও পোর্ট থানার এএসআই জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর