ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৬ জন ওয়ার্কশপ ও গ্যারেজ মালিককে ফাস্ট এইড কিট ও অন্যান্য সেফটি সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ হলরুমে বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর আওতায় এসব সেফটি সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, সমকালের আশুগঞ্জ প্রতিনিধি মুহাম্মদ আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ব্র্যাকের ফিল্ড টেকনিক্যাল অফিসার সালেহ আহমেদ মজুমদার, সাকিব আহমেদসহ উপজেলার ফেরিঘাট এলাকার ১৬ জন ওয়ার্কশপ ও গ্যারেজ মালিক উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রতিটি মানুষের জীবনই গুরুত্বপূর্ণ। তাই যেকোনো কাজের ক্ষেত্রেই নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখা অত্যন্ত জরুরী। তাই ওয়ার্কশপ ও গ্যারেজ মালিকগণ নিজেরাও সেফটি সামগ্রী ব্যবহার করবেন পাশাপাশি অধীনস্থ কর্মচারীদেরও এসব সেফটি সামগ্রী ব্যবহারে উদ্বুদ্ধ করবেন।
এসব সেফটি সামগ্রী পেয়ে স্থানীয় ওয়ার্কশপ ব্যবসায়ী মো. নজরুল ইসলাম জানান, আমাদের প্রতিদিন এসব সেফটি সামগ্রী ব্যবহার করা দরকার। পাশাপাশি ফাস্ট এইড কিট পেয়ে আমাদের জন্য আরো ভাল হয়েছে।