সাভারের আশুলিয়ায় ৪ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আশুলিয়ার ৬ তলা ও মোল্লাবাজার বেরনের প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। তিনি বলেন, ‘আশুলিয়ার ওই এলাকায় নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। অসাধু ব্যবসায়ীদের দেওয়া গ্যাসের অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘৪ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ৪ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলো খুলে নেওয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।’
অভিযানকালে সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. মহিউদ্দীন আহম্মেদ, মো. আমিনুল ইসলাম, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, ঠিকাদার মো. মনিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।