হবিগঞ্জে স্কুলছাত্র ইসমাইল হত্যার ঘটনায় মামলা

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ | 2023-08-26 00:35:32

হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়ায় স্কুলছাত্র ইসমাইল হোসেন রিদয় (১২) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে নিহত স্কুলছাত্রের চাচা টেনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত ৭/৮জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। হত্যার রহস্য উদ্ঘাটনে আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

নিহত ইসমাইল হোসেন সদর উপজেলার উত্তর তেঘরিয়া গ্রামের সৌদি প্রবাসী ফারুক মিয়ার ছেলে ও তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। একমাত্র সন্তানের খুনের সংবাদ শুনে মঙ্গলবার সৌদিআরব থেকে দেশে ফিরেছেন ফারুক মিয়া। পরে বাদ জোহর তার দাফন সম্পন্ন হয়।
 
আরও পড়ুন: নিখোঁজের ৩ দিন পর ছাত্রের মরদেহ উদ্ধার

নিহত স্কুলছাত্রের পিতা ফারুক মিয়া বলেন, ‘যারা আমার অবুঝ শিশু-সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। তাদের ফাঁসি দিলে আমার সন্তানের আত্মা শান্তি পাবে।’

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- ‘স্কুলছাত্র ইসমাইল হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে বুধবার প্রেস বিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, সম্প্রতি স্কুলছাত্র ইসমাইল হোসেনকে ১৫ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন কিনে দেন তার মা। গত শুক্রবার বিকেলে সে ইউটিউবে ছাড়ার জন্য ফানি ভিডিও করতে মোবাইল নিয়ে বাসা থেকে বের হয়। রাত হয়ে গেলেও সে বাড়ি ফিরে আসেনি। এ ব্যাপারে ওইদিন রাতেই নিখোঁজ ছাত্রের মা হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টায় শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়া এলাকার খোয়াই নদী থেকে হাত-পা বাঁধা ক্ষত-বিক্ষত মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।
 

এ সম্পর্কিত আরও খবর