দক্ষিণবঙ্গের অন্যতম নৌপথ শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে প্রায় সাড়ে ১২ ঘণ্টা পর চালু হয়েছে ফেরি চলাচল। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় সকল ফেরি চলাচল শুরু করে। এর আগে গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১০টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।
ঘন কুয়াশার কারণে এক ফুট অদূরে দিকমার্ক সিগন্যাল বয়া বাতি না দেখতে পাওয়ায় হুমড়ি খেয়ে পড়েন ফেরি মাস্টাররা। পরে দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখেন। এ অবস্থায় পদ্মার বিভিন্ন পয়েন্টে-নোঙর করে রাখা হয় ৬টি ফেরি। এতে করে যাত্রীসহ আটকা পরে প্রায় ২ শতাধিক যানবাহন।
মাওয়া বিআইডব্লিউটিসির মহা-ব্যবস্থাপক মো. শফিক আহম্মেদ জানান, 'কুয়াশার কারণে গেল রাত ১০টা থেকে আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি দিয়ে পারাপার হচ্ছে যানবাহন। সাড়ে ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ৫ শতাধিক ছোট-বড় যানবাহনের লাইন পড়েছে। এ বহরে অ্যাম্বুলেন্স, ও পচনশীল মালবাহী ট্রাকও রয়েছে।