পীরগাছা পল্লী বিদ্যুৎতের ইনচার্জের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

রংপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর) | 2023-08-30 23:16:57

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পীরগাছা জোনাল অফিসের আওতাধীন দামুর চাকলা অভিযোগ কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে ফি বাবদ অর্থ অফিসে জমা না করে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট একাধিক দফতরে ভুক্তভোগীর করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার দামুর চাকলা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আবু আনোয়ার সাদ্দাত দীর্ঘদিন থেকে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে গ্রাহকদের নিকট থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি উপজেলার পারুল ইউনিয়নের শরীফ সুন্দর গ্রামের নজরুল ইসলাম বাড়ি সংলগ্ন স্থানে একটি বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর করার জন্য দামুর চাকলা অভিযোগ কেন্দ্রে যান। কেন্দ্রের ইনচার্জ আবু আনোয়ার সাদ্দাত পল্লী বিদ্যুৎ অফিসের নিয়ম অনুযায়ী ফি হিসাবে ১৪ হাজার টাকা দাবি করেন। এসময় ফি বাবদ দাবিকৃত টাকা পরিশোধ করলে আনোয়ার সাদ্দাত বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তর করে দেন। পরে ফি বাবদ ১৪ হাজার টাকা জমার রশিদ চাইতে গেলে আনোয়ার সাদ্দাত রশিদ দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি অফিসকে না জানিয়ে গোপনে এ কাজ করে দিয়েছেন বলে গ্রাহক নজরুল ইসলামকে জানিয়ে দেন।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পীরগাছা জোনাল অফিসের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে বৈদ্যুতিক মিটার ও খুঁটি (খাম্বা) স্থানান্তরসহ অন্যান্য নির্ধারিত ফি বাবদ অর্থ গ্রাহকদের নিকট থেকে মৌখিক ভাবে আদায়ের অভিযোগ উঠেছে। তারা আদায়কৃত অর্থ অফিসে জমা না দিয়ে হাতিয়ে নিচ্ছেন। ফলে পল্লী বিদ্যুৎ সমিতি বিপুল পরিমাণ অর্থ থেকে বঞ্চিত হচ্ছে।

অভিযোগকারী নজরুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘আমি দামুর চাকলা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সাদ্দাতকে ১৪ হাজার টাকা দিয়েছি কিন্তু আমাকে কোন রশিদ দেওয়া হয়নি। অভিযোগ করার পরেও অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।’

দামুর চাকলা অভিযোগ কেন্দ্রের সাবেক ও বর্তমান চৌধুরাণী অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আবু আনোয়ার সাদ্দাত বার্তা২৪.কমকে বলেন, ‘অভিযোগকারীর বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর করে দেওয়া হয়েছে। কিন্তু কোন টাকা নেওয়া হয়নি।’

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পীরগাছা জোনাল অফিসের ডিজিএম আব্দুল জলিল বার্তা২৪.কম-কে জানান, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর