ফেনীর পরশুরামে এক ভুয়া দন্ত চিকিৎসককে পাঁচদিনের কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নু এমং মারমা।
দণ্ডপ্রাপ্ত মহিদুল ইসলাম পরশুরাম পৌরসভার সলিয়া গ্রামের আবুল খায়েরের ছেলে। এছাড়াও ডেন্টাল ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। এ সময় মহিদুল ইসলামকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরশুরাম বাজারের একটি দোকানে ডেন্টাল ক্লিনিকের একটি সাইনবোর্ড ঝুলিয়ে নিজেকে ডেন্টাল সার্জন পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন আটককৃত ব্যক্তি। অভিযানের সময় ক্লিনিকের কোনো সনদ ও সংশ্লিষ্ট কোনো ধরনের কাগজপত্রাদি দেখাতে না পারায় তাকে পাঁচদিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইন্দ্রোজিত ঘোষ ও পশুরাম থানার পুলিশ।