নবীগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ | 2023-09-01 16:59:38

হবিগঞ্জের নবীগঞ্জে পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবারো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামবাসী এ প্রতিযোগিতার আয়োজন করে।

ঘোড়দৌড় দেখতে অনেক দূর-দূরান্ত থেকে প্রায় অর্ধলক্ষাধিক নারী-পুরুষের সমাগম ঘটে। প্রতিযোগিতায় মোট ১১টি ঘোড়া অংশগ্রহণ করে। এতে প্রথমস্থান অধিকার করে জামারগাঁও গ্রামের সেলিম মিয়ার ঘোড়া ‘বাংলার ডন’। দ্বিতীয়স্থান অধিকার করে সাহেদ মিয়ার ঘোড়া ‘বঙ্গবীর’ ও তৃতীয়স্থান অধিকার করে আলমপুরের আলাল মিয়ার ঘোড়া ‘রনজিত’।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দর্শনার্থীরা গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতাটি প্রতিবছর আয়োজন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।

এ সম্পর্কিত আরও খবর