ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর ৬টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বার্তা২৪.কম-কে জানান, বুধবার মধ্যরাত থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। ভোর ৬টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোর ৬টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল ৮টা ৪০ মিনিট থেকে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। অপেক্ষমাণ যানবাহনগুলোর মধ্য থেকে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি এবং জরুরি পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে। অন্যান্য সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী নৌরুট পারাপার করা হবে বলে তিনি জানান।